মৌসুমের শেষের গুরুত্বপূর্ণ সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সুখবর। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড।
চলতি মৌসুমে দারুণ খেলছেন র্যাশফোর্ড। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২৯ গোল, যা ইউনাইটেডের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। পায়ের চোটের কারণে প্রিমিয়ার লিগে গত শনিবার উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে খেলতে পারেননি এই ইংলিশ ফুটবলার। ওই ম্যাচে তার দল জেতে ২-০ গোলে।
প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে নিউক্যাসল ইউনাইটেড। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ইউনাইটেডের পরের ম্যাচ আগামী শনিবার লিগে, বোর্নমাউথের বিপক্ষে।