খাগড়াছড়ির মানিকছড়িতে বালুবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে আইয়ুব আলী (৩৯) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নিহত হয়েছেণ। নিহত আইয়ুব আলী উপজেলার বড়বিল এলাকার মৃত আব্দুল ছাদেকের বড় ছেলে। সংসারে তার স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।
বৃহস্পতিবার মানিকছড়ি-বড়বিল আঞ্চলিক সড়কে পান্নাবিল পুরামসজিদ সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন, নিহতের সুরতহালের কাজ চলছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাক্টর দুইটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনগত পরবর্তী কার্যক্রম চলছে।