কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার

0
কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ৩ শত পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোররাতে রৌমারী সরকারি কলেজ মাঠ এলাকায় এক অভিযান পরিচালনা করে রৌমারী থানা পুলিশের একটি দল। 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন রৌমারী থানার কলেজপাড়া এলাকার বাসিন্দা নুর আলম (৩৬)। পুলিশ তার কাছ থেকে ৩শ পিস ইয়াবা, ১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করে।

এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা পুলিশের ওসি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রৌমারীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here