তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

0
তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও ফিরছেন তামিল সিনেমায়। শোনা যাচ্ছে, তিনি অভিনয় করতে যাচ্ছেন সিম্বু (সিলাম্বরসান টি আর)-এর বিপরীতে নতুন একটি গ্যাংস্টারধর্মী ছবি ‘অরাসান’-এ। ছবিটি পরিচালনা করছেন তামিল চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা ভেত্রীমারান।

তেলেগু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সামান্থা বর্তমানে ছবিটির প্রাথমিক আলোচনায় রয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা আসেনি, তবে সব কিছু চূড়ান্ত হলে ‘অরাসান’ হবে সামান্থা ও সিম্বুর বহু প্রতীক্ষিত পুনর্মিলন। তারা শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১০ সালের রোমান্টিক হিট ‘ভিন্নাইথান্ডি বরুভায়া’**-তে।

samantah
 সামান্থা রুথ প্রভু। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে 

সিনেমাটির গল্প ভেত্রীমারান পরিচালিত ধানুশ অভিনীত ‘ভাদা চেন্নাই’-এর বিস্তৃত জগতের অংশ বলে জানা গেছে। তাই ‘অরাসান’ নিয়ে দর্শকদের আগ্রহ শুরু থেকেই বেশ তুঙ্গে।

তামিল ইন্ডাস্ট্রিতে সামান্থার সর্বশেষ কাজ ছিল ২০২২ সালের ছবি ‘কাতুভাকুলা রেন্দু কাধাল’, যেখানে তিনি অভিনয় করেন বিজয় সেতুপতি ও নায়ানথারার সঙ্গে। ছবিটি বক্স অফিসে ভালো সাড়া পেলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়।

এর আগে সামান্থাকে দেখা গেছে অ্যামাজন প্রাইমের অ্যাকশনধর্মী ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’-তে, যেখানে তার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here