টিকটকে উদযাপিত হলো মা দিবস

0

প্রতিবছর ১৪ মে আন্তর্জাতিকভাবে উদযাপন করা হয় মা দিবস। এই বিশেষ দিনে আনন্দ ও অনুপ্রেরণা ছড়িয়ে দিতে নানা ধরনের কনটেন্ট তৈরি করছেন টিকটকের কনটেন্ট ক্রিয়েটররা। নতুন সব বিষয় ও উৎসাহের একটি জায়গা হয়ে উঠেছে টিকটক প্ল্যাটফর্মটি। আর তাই মা দিবসে মাকে আকর্ষণীয় উপহার হিসেবে কী দেওয়া যায় এবং তাকে কোথায় নিয়ে যওয়া যায়-এমন বিষয়গুলো অন্যদের সঙ্গে শেয়ার করছেন প্ল্যাটফর্মটির ইনফ্লুয়েন্সাররা। মা দিবস উপলক্ষে টিকটকের একটি হাব রয়েছে, যেখানে আপনি আপনার মায়ের সঙ্গে এই দিন পালন করার বিভিন্ন ধরনের আইডিয়াও পেয়ে যাবেন।

এছাড়া মা দিবসের হ্যাশট্যাগ #MothersDay এর মাধ্যমে টিকটকের বিভিন্ন কমিউনিটি মা দিবসে মায়েদের সম্মান জানাচ্ছে একত্রে। এরইমধ্যে #MothersDay হ্যাশট্যাগটি বাংলাদেশে ১৬০ কোটির বেশি ভিউ অর্জন করেছে। ডিআইওয়াই প্রজেক্ট এবং কিউরেটেড উপহারের পরামর্শ থেকে শুরু করে স্মরণীয় দিনটিতে ঘুরতে যাওয়া, মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেখানো-এমন নানা আয়োজনের ধরন উঠে এসেছে টিকটকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here