টাঙ্গাইলে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

0
টাঙ্গাইলে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইল শহরের সাত্তার শপিংমল ও তাহের পেট্রোল পাম্পে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৮ অক্টোবর) রাতে পরিচালিত এ অভিযানে সাত্তার শপিংমলে ভেজাল কসমেটিকস, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও মূল্যতালিকা না রাখার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাহের পেট্রোল পাম্পকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এসময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সাত্তার শপিংমলকে সতর্ক করা হয়েছে এবং একইসঙ্গে জব্দ করা হয়েছে ভেজাল পণ্য। ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, সে জন্য ব্যবসায়ীদের সচেতন থাকতে অনুরোধ জানানো হচ্ছে। 

তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে উপজেলার বাজারগুলোতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here