সৌদি ক্লাবের দায়িত্বে সাবেক এসি মিলান কোচ

0
সৌদি ক্লাবের দায়িত্বে সাবেক এসি মিলান কোচ

পাঁচ মাস পর আবার কোচিংয়ে ফিরলেন পর্তুগিজ কোচ সার্জিও কন্সেইসাও। নতুন গন্তব্য সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদ। দেশটির প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি ২০২৮ সাল পর্যন্ত চুক্তিতে সাবেক পর্তুগিজ উইঙ্গারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

বুধবার নিজেদের সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কন্সেইসাওয়ের নিয়োগের খবর নিশ্চিত করে আল-ইত্তিহাদ। ভিডিওতে কন্সেইসাও বলেন, ‘আল-ইত্তিহাদের হয়ে ইতিহাস গড়তে এসেছি আমি।’

ফরাসি কোচ লরা ব্লাঁর স্থলাভিষিক্ত হলেন কন্সেইসাও। সেপ্টেম্বরের শেষ দিকে আল নাসরের কাছে ২-০ গোলে পরাজয় এবং লিগ টেবিলে তৃতীয় স্থানে নেমে যাওয়ার পরই ব্লাঁকে বরখাস্ত করে আল-ইত্তিহাদ। সেই শূন্যস্থানেই বসছেন এই পর্তুগিজ কোচ।

ক্লাব কোচিংয়ে কন্সেইসাওয়ের সর্বশেষ অধ্যায় ছিল ইতালির জায়ান্ট এসি মিলানে। ২০২৩ সালের ডিসেম্বরে দায়িত্ব নিয়েই ইতালিয়ান সুপার কাপ জেতান তিনি। দুই গোল পিছিয়ে থেকেও নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে এনে দেন শিরোপা।

কিন্তু এরপর লিগে দলটির পারফরম্যান্স পড়ে যায়। সিরি আ’তে অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ করে এসি মিলান, যা ২০১৯ সালের পর প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে বাদ পড়ে ক্লাবটি। ফলাফল, ২৯ মে বরখাস্ত হন কন্সেইসাও।

৫০ বছর বয়সী এই কোচকে ঘিরে আল-ইত্তিহাদ ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। দলের তারকা খেলোয়াড়দের যেমন করিম বেনজেমা, এনগোলো কান্তে, ও ফাবিনিয়োদের সঙ্গে কন্সেইসাওয়ের অভিজ্ঞতা এবং জয়ের মানসিকতা কতটা মানিয়ে নেয়, এখন সেটাই দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here