কিনজাল ক্ষেপণাস্ত্র হামলায় সত্যি কী মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে?

0

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে কিনজাল মিসাইল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি একটি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ ধ্বংস করে দেওয়া হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জাভেজদা সামরিক নিউজ আউটলেট খবর প্রকাশ করে যে, সোমবার রাতে ইউক্রেনে হামলার লক্ষ্য ছিল ইউক্রেনীয় যুদ্ধ ইউনিট এবং গোলাবারুদ ভাণ্ডার। ওই রাতে কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে রাখা যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংস কর হয়।

অবশ্য নাম গোপন রাখার শর্তে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, প্যাট্রিয়ট ধ্বংসপ্রাপ্ত হয়নি, তবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কী রকম এবং কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি এখন খুঁজে বের করা হচ্ছে। 

অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার সক্ষমতা রাশিয়ার ক্ষেপণাস্ত্রের নেই।

তবে মার্কিন কর্মকর্তা সূত্র বলছে, রাশিয়ার কিনজালের আঘাতে প্যাট্রিয়ট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে যা মেরামত করা সম্ভব হবে।  

 ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত ইউক্রেনীয় টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেন, কিনজালের মতো ক্ষেপণাস্ত্র দিয়ে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা অসম্ভব। তারা (রাশিয়া) যা বলে, এগুলো তাদের প্রোপাগান্ডার আর্কাইভে থাকবে।

সোমবার রাতে আকাশ, নৌ ও স্থল থেকে একসঙ্গে  ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে রাশিয়া। এদিন রুশ বাহিনীর ১৮টি ক্ষেপণাস্ত্র ছুঁড়লেও সবগুলো প্রতিহত করে দেওয়া হয় বলে দাবি করে ইউক্রেনের বিমানবাহিনী। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here