ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো স্পেন

0
ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো স্পেন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশটির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে স্পেন। এরই মধ্যে তেলআবিবের সঙ্গে সব ধরনের অস্ত্র ও সামরিক প্রযুক্তি বাণিজ্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বুধবার দেশটির সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাস হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের অস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনাবেচা করা যাবে না। একই সঙ্গে স্পেনের সমুদ্রবন্দর বা আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলে সামরিক সরঞ্জাম ও জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে স্পেন দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচক দেশগুলোর একটি। গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল।

বুধবারের ভোটে বামপন্থি পোদেমোস দল সরকারের প্রস্তাবকে সমর্থন দিলেও রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থি ভক্স দল এর বিরোধিতা করে। পোদেমোস নেত্রী ইওনে বেলারা বলেন, সরকারকে আরও কঠোর হতে হবে। ইসরায়েলের সঙ্গে থাকা সব অস্ত্র চুক্তি সম্পূর্ণভাবে বাতিল করা উচিত।

স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে একটি শক্ত অবস্থান প্রকাশ করে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস জানান, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিনই আমরা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছি।

তথ্যসূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here