‘বাংলাদেশের নির্বাচন নিয়ে বিক্রম মিশ্রির মন্তব্য অপ্রত্যাশিত’

0
‘বাংলাদেশের নির্বাচন নিয়ে বিক্রম মিশ্রির মন্তব্য অপ্রত্যাশিত’

বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে ভারতের সচিবের বক্তব্য অপ্রত্যাশিত। 

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

এর আগে, ভারতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, বাংলাদেশে দ্রুতই সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে দিল্লি। 

ব্রিফিংয়ে বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ছবি সরানোর বিষয়ে রাষ্ট্রপতির চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে দেরিতে। ছবি টানানোর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেই। 

জা‌তিসং‌ঘের সভাপ‌তি প‌দের প্রার্থিতা বাংলাদেশ বা‌তি‌ল করেনি বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে সভাপতি পদের নির্বাচন ২০২৬ এর জুন মাসে হবে। এতে ফিলিস্তিন ও বাংলাদেশ পরস্পর মুখোমুখি হবে না। এ বিষয়ে ফিলিস্তিন এত আগ্রহ প্রকাশ করেনি। 

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে তৌহিদ হোসেন বলেন, তুরস্কের সঙ্গে সামরিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তারা সামরিকভাবে শক্তিশালী দেশ, তাদের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তবে এমন কোনো চুক্তি হলে বাংলাদেশ লাভবান হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here