ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা চীনের বিশেষ দূত লি হুইকে জানিয়েছেন, রাশিয়ার সাথে যুদ্ধের অবসান ঘটাতে কিয়েভ এমন কোনো প্রস্তাব গ্রহণ করবে না, যাতে ভূখণ্ড হারাতে হয়।
চীনের শীর্ষ রাষ্ট্রদূত লি হুই ইউক্রেন যুদ্ধ সমাপ্তির জন্য একটি রাজনৈতিক সমঝোতার বিষয়ে কথা বলতে কিয়েভ সফর করেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চীন সমঝোতা করার চেষ্টা করছে। এর অংশ হিসেবে বিশেষ দূত লি হুইকে রাশিয়া ও ইউক্রেনে পাঠিয়েছে বেইজিং।