ইসফাকের জায়গায় বিসিবি পরিচালক রুবাবা দৌলা

0
ইসফাকের জায়গায় বিসিবি পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিতর্কিত মনোনয়নপ্রাপ্ত ইসফাক আহসানকে বাদ দিয়ে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা মতিন।

গতকাল সোমবার (৬ অক্টোবর) ঘোষিত নির্বাচনের ফলাফলে ইসফাক আহসানের নাম এনএসসি মনোনীত পরিচালক হিসেবে প্রকাশ পায়। কিন্তু তার রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরবর্তীতে সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই ইসফাককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনএসসি।

গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালনা পর্ষদে ২৫ জন পরিচালক থাকেন। এর মধ্যে ২৩ জন নির্বাচিত এবং ২ জন মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ।

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন রুবাবা দৌলা। তিনি দেশের নারীদের বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ নারী পুরস্কার অর্জন করেন।

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here