বোরো আবাদে ব্যস্ত সিরাজগঞ্জের কৃষক

0

শস্যভাণ্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জে বোরো রোপণের মৌসুম শুরু হয়েছে। এজন্য কাঙ্ক্ষিত ফলনের আশায় বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। 

জমি প্রস্তুতকরণ, চারা উঠানো, চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে কৃষি সংশ্লিষ্টদের। আবহাওয়া ভাল থাকলে বিঘা প্রতি ২০-২৫ মণ ধান ফলনের আশা করছেন কৃষকরা। 

সদর উপজেলার খোলাবাড়ী গ্রামের কৃষক আব্দুর রহিম ও সাইফুল জানান, ধান রোপণের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। হালচাষ ও পানি দিয়ে মাটি নরম করা হচ্ছে। এরপর চারা রোপণ করা হবে। তবে বিদ্যুৎ, তেল, সারের দাম ঊর্ধ্বগতি এবং  হালচাষ ও শ্রমিক মজুরি বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছি। জমি পতিত থাকবে তাই বাধ্য হয়ে ধান রোপণ করছি।

সরাতৈল গ্রামের কৃষক আব্দুল হাই ও আল-আমিন জানান, সরকার যদি সার, বিদ্যুত তেলসহ অন্যান্য জিনিসের দাম কমাতো তাহলে আমরা একটু আর্থিকভাবে লাভবান হতে পারতাম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সুত্রধর জানান, চলতি বছরে সিরাজগঞ্জ জেলায় ১ লাখ ৪১ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৭০ শতাংশ জমিতে চারা রোপণের কাজ সম্পূর্ণ হয়েছে। ধানের ন্যায্যমূল্য পেতে হলে কৃষককে উৎপাদন খরচ কমাতে হবে। এ জন্য উন্নত জাতের চারা রোপণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি যান্ত্রিক সরঞ্জামাদি ব্যবহার করে ধান রোপণ ও কর্তন করতে হবে। তাহলে উৎপাদন খরচ কমে যাবে এবং কৃষকরা ধান উৎপাদন করে লাভবান হতে পারবেন। এ জন্য মাঠ পর্যায়ে কৃষকের নানা পরামর্শ প্রদান করা হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here