তুরস্কে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আগামী ২৮ মে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কেমাল কিলিচদারওলুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
প্রথম দফার নির্বাচনে কিলিচদারওলুর চেয়ে ৫ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন এরদোয়ান। দ্বিতীয় দফার নির্বাচনে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
জীবনযাপনের খরচ বাড়া জনিত চাপ থেকে মানুষকে স্বস্তি দিতে এরদোয়ান সরকার জ্বালানি বিলে ভর্তুকি, অবসর ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া, সরকারি কর্মীদের বেতন এবং ন্যূনতম মজুরির পরিমাণ বাড়াবে। পাশাপাশি তুরস্কের অর্থনৈতিক সংকট মোকাবিলায় তিনি মুনাফার হারও কমিয়ে দেবেন।
এরদোয়ান বলেছেন, তিনি একটি স্বাধীন পররাষ্ট্রনীতিমালা প্রণয়ন করবেন, যা আঞ্চলিক, আফ্রিকা ও মধ্য এশিয়ার দেশগুলোর ওপর প্রভাব বজায় রাখবে।