সাংবাদিক বৈঠকের মাঝেই শাহরুখকে ‘ধমক’ গৌরির! (ভিডিও)

0

গৌরি খানের কফি টেবিল বুক ‘মাই লাইফ ইন ডিজাইন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তিনি জানান, কীভাবে গৌরি নিজের কাজ নিজেই শুরু করেছিলেন। 

শাহরুখ বলেন, যদিও তিনি তাকে সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু গৌরি তা গ্রহণ করেননি। 

ওই অনুষ্ঠানে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে শাহরুখ খান বলেন, “যারা ছোট থাকতে নিজেদের স্বপ্ন সত্যি করতে পারেননি তারা জানবেন সৃজনশীল হওয়ার স্বপ্ন যেকোনও বয়সে সত্যি হতে পারে। বয়স কোনও পার্থক্য তৈরি করে না। যেকোনও বয়স থেকেই শুরু করতে পারেন। আমার মনে হয়, গৌরির শুরুটা চল্লিশের মাঝামাঝি সময়ে।”

এরপরেই শাহরুখ যখন গৌরির দিকে তাকালেন, তখন গৌরি শাহরুখকে শুধরে দিয়ে বললেন, তিনি ৪০ বছর বয়সে কাজ শুরু করেছেন।

পরিস্থিতি দেখে শাহরুখ খানিক মুখ বাঁকালেন আর  হেসে বললেন, “৪০? ওহ, মাত্র ৪০। তার বয়স এখন ৩৭ বছর। আমাদের পরিবারে আমাদের বয়স পিছিয়ে যাচ্ছে। তাই ৪০ বছর বয়সে তিনি এমন একটা সময়ে তা করতে শুরু করেছিলেন, যখন আমি এমনকি তাকে বলেছিলাম- শোনো, আমার কি সাহায্য করা উচিত? আমার কিছু বন্ধু আছে, আমরা কি তাদের সঙ্গে কথা বলতে পারি? গৌরী বলল, ‘না’। লোয়ার পারেলে ১০ ফুট বাই ২০ ফুটের দোকান দিয়ে শুরু করেছিল ও। তখন ও নিজের মতো করে কাজ করত এবং যা করত, তা করে যেত।”

এদিন মান্নাত নিয়েও কথা বলেন শাহরুখ খান। তিনি বলেন, “মান্নাতই গৌরির প্রথম প্রজেক্ট। আমরা মান্নাত কিনে তো নিয়েছিলাম। কিন্তু সেটা ফার্নিস করার মতো টাকা আমাদের কাছে ছিল না। আমরা এক ডিজাইনারকে ডেকেছিলাম। তারপর লাঞ্চ খেতে খেতে তিনি আমাদের শোনালেন কীভাবে তিনি সাজাবেন। আর তার জন্য যে টাকাটা তিনি চাইলেন সেটা আমার এক মাসের রোজগারের থেকেও বেশি। তখন আমরা ভাবলাম যে বাড়ি তো কিনে নিয়েছি। এবার সাজাব কী করে? তখন আমি গৌরীকে বললাম, তোমার শৈল্পিক চিন্তাভাবনা আছে। তুমিই তাহলে এই হাউজের ডিজাইনার হয়ে যাও। এভাবেই মান্নাতের জার্নি শুরু হয়। যে টাকা আমরা আজীবন রোজগার করি তা ছোট ছোট জিনিসে বেরিয়ে যায়। একবার আমাদের কাছে অল্প টাকা ছিল, আমরা একটা লেদারের সোফা কিনেছিলাম। আমরা সমস্ত ছোটখাটো জিনিস কিনতাম।”  সূত্র: জিনিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here