কুমিল্লার দেবিদ্বারে বাবার বুদ্ধিমত্তায় আটক হয়েছে ছেলের অপহরণকারী। খবর পেয়ে চক্রের অন্য সদস্যরা অপহৃতকে ফেলে পালিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মাশিকাড়া বাজারের লাভলু মিয়ার মোবাইল ফোনে টাকা উঠানোর( বিকাশ) দোকানে। অপহৃত কিশোর ফরহাদ (১৬) উপজেলার মোহাম্মদপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক জামাল হোসেনের ছেলে।
অপহরণ চক্রের সদস্য আটক যুবক আশরাফুল ইসলাম (২০) একই উপজেলার শাকতলা গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে। আটক আশরাফুলকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সোমবার রাতে ফরহাদের বাবা জামাল হোসেন অপহরণকারী চক্রের সদস্য শাকতলা গ্রামের মো. রুবেলের ছেলে আশরাফুল ইসলাম(২০), মাশিকাড়া গ্রামের আবুল কালামের ছেলে মাহাবুব(২৩), একই গ্রামের মুকবুল হোসেন(২১), আবির হোসেন(২০) ও কাকসার গ্রামের শাহআলমের ছেলে জুয়েল রানাসহ(২৫) ৫ জনকে অভিযুক্ত করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার পরিদর্শক(তদন্ত) খাদেমুল বাহার বিন আবেদ জানান, অপহরণকারী চক্রের এক সদস্য আটক হয়েছে। ওই ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। আটক আশরাফুলকে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।