ফের মা হতে চলেছেন সোনাম কাপুর

0
ফের মা হতে চলেছেন সোনাম কাপুর

কাপুর পরিবারে সুখবর, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী সোনাম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। ইতিমধ্যে সোনাম প্রথম ট্রাইমিস্টার পার করে এসেছেন এবং শিগগিরই এই খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন বলে জানা গেছে।

২০১৮ সালের মে মাসে দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়ে করেন সোনাম। ২০২২ সালের আগস্টে তাঁদের প্রথম সন্তান বায়ু জন্ম নেয়। এখন আবারো নতুন সদস্যের আগমনে পুরো পরিবারে আনন্দের ভাঁজ ফোটেছে।

অভিনয়ের থেকে বিরতি নিয়ে সোনাম বর্তমানে বায়ুর দেখাশোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় গর্ভধারণের কথা প্রকাশ করেননি, কাপুর পরিবারের অন্দরমহল এবং বলিউডে গুঞ্জন ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে।

সোনামের ক্যারিয়ারে ‘জ়োয়া ফ্যাক্টর’ ও ‘ব্লাইন্ড’ ছবির পর অভিনয়ে দীর্ঘ বিরতি রয়েছে, তবে ‘ব্যাটল ফর বিট্টোরা’ ছবিতে ফের অভিনয়ের পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে সোনাম ও আনন্দ দম্পতির খুশির মুহূর্ত ভাগ করে নেওয়ার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here