শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড।
প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করে শেখ রাসেল। ধুঁকতে থাকা আবাহনীকে লিড এনে দেন দেনিয়েল কলিনদ্রেস সোলেরা। জোড়া গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম। শেখ রাসেল গোল শোধ দিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি।
১৪ বছর পর গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করে মোহামেডান। সেই থেকে অনেক ফুটবল ভক্তই তাকিয়ে ছিলেন আজকের দিনটায়। ভেবেছিলেন, হবে কী মোহামেডান-আবাহনী দ্বৈরথ আবারও? সত্যি হয়েছে সেই প্রত্যাশা। ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি দুই দল।
আবাহনী লিমিটেড ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন। গত বছর তারা ফাইনালে রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। অন্যদিকে মোহামেডান সর্বশেষ ফেডারেশন কাপের ফাইনালে খেলেছে ২০০৯ সালে। সেবারই এই টুর্নামেন্টের ফাইনালে দুই দলের শেষ দেখা হয়েছিল।