ইরান ও ভেনেজুয়েলার মধ্যে পণ্য লেনদেন করতে দু’দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করা হয়েছে।
কারাকাসস্থ ইরান দূতাবাস গতকাল শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, ইরান ও ভেনেজুয়েলা উভয় দেশের ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে আইআরআইএসএল গত সপ্তাহে জানিয়েছিল, ইরানের পরবর্তী কার্গো জাহাজ আগামী মে মাসে ভেনেজুয়েলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও ভেনেজুয়েলার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হয়েছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে ২০২২ সালের জুন মাসে ইরান সফর করেন। ওই সফরে দু’দেশের মধ্যে প্রযুক্তি, কৃষি, তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যাল, পর্যটন ও সাংস্কৃতিক খাতে দু’দেশের মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।