বিশ্ব হার্ট দিবসে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

0
বিশ্ব হার্ট দিবসে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিল ইনস্টিটিউটের সিএমই (CME) কমিটি, এবং সার্বিক সহায়তায় ছিল রেনাটা পিএলসি।

সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া র‍্যালিতে অংশ নেন ইনস্টিটিউটের চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীরা। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তারা হৃদরোগ প্রতিরোধে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন।

র‍্যালি শেষে সকাল ৯টায় ইনস্টিটিউটের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক সেমিনার, যেখানে হৃদরোগের বর্তমান পরিস্থিতি, কারণ ও প্রতিরোধ নিয়ে বিশদ আলোচনা হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান। 

তিনি বলেন, ‘সুস্থ হৃদয়ই সুস্থ জীবনের ভিত্তি। অথচ এই রোগ প্রতিরোধযোগ্য হয়েও প্রাণঘাতী হয়ে উঠছে। প্রায় ৮০ শতাংশ হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব-নিয়মিত হাঁটা, স্বাস্থ্যকর খাদ্য, ঘুম এবং মানসিক প্রশান্তির মাধ্যমে। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি ‘হার্ট-হেলদি নেশন’ গঠন।’

সেমিনারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির মেম্বার সেক্রেটারি প্রফেসর ডা. এ এফ খবির উদ্দিন আহমেদ।

সেমিনার সঞ্চালনা করেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আনিসুল গনি খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. মহসিন হোসেন, অধ্যাপক ডা. সাবিনা হাশেম, অধ্যাপক ডা. আবদুল্লাহ শাহরিয়ার, সহযোগী অধ্যাপক ডা. এ এম জিয়াউল হক (মাসুম) এবং সহকারী অধ্যাপক ডা. এম এ হাসনাত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। 

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে রক্তচাপ পরিমাপ, ব্লাড গ্রুপিং এবং ইসিজি সেবা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here