ঘুরে দাঁড়াচ্ছে থাইল্যান্ডের অর্থনীতি

0

বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে গতিশীল ছিল থাইল্যান্ডের অর্থনীতি। বেসরকারি খাতে কার্যক্রম বৃদ্ধি ও পর্যটন শিল্পের প্রসার সহায়তা করেছে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে। উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে জিডিপিতে। 

সম্প্রতি ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল (এনইএসডিসি) থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটিতে জানুয়ারি-মার্চে বছরওয়ারি প্রবৃ্দ্ধি ঘটেছে ২ দশমিক ৭ শতাংশ। প্রান্তিক ভিত্তিতে জিডিপি বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। যেখানে প্রাক্কলিত জিডিপি বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৭ শতাংশ। অবশ্য ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় জিডিপি ১ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। 

এর আগে রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারে অর্থনীতি বিশ্লেষকরা প্রত্যাশা করেছিলেন, বছরওয়ারি জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ। গত বছরের শেষ প্রান্তিকে জিডিপি বৃদ্ধি ছিল ১ দশমিক ৪ শতাংশ। এনইএসডিসি ২০২৩ সালের জিডিপি বৃদ্ধির প্রাক্কলন ২ দশমিক ৭ থেকে ৩ দশমিক ৭ শতাংশের মধ্যে রেখেছে, যেখানে বৃদ্ধি ছিল ২ দশমিক ৬ শতাংশ। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here