কালিয়াকৈরে একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ

0

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর থানার পচাভুলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (১৬) এবং একই এলাকার মনির হোসেন।

মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৌচাক ফাড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ জানায়, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here