দেশে পৌঁছেছে বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু পাঠান ওরফে চিত্রনায়ক ফারুকের মরদেহ।
মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছায়। এর আগে সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইটটি নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
পরিবার সূত্র জানায়, গাজীপুরের কালীগঞ্জে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন চিত্রনায়ক ফারুক। সকাল ৯ টায় উত্তরার বাসায় তার মরদেহ নেয়া হবে। ১১ টায় জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপন এর জন্য নেয়া হবে। দুপুর দেড়টায় (বাদ জোহর) এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণীজনদের শ্রদ্ধা জ্ঞাপন ও জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এরপর ৫ টায় (বাদ আসর) গুলশান কেন্দ্রীয় মসজিদে জানাজা নামাজ (আজাদ মসজিদ) অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭ টায় গ্রামের বাড়ি দখিন সোম টিওরী পাকা জামে মসজিদ, পাঠান বাড়ি, কালিগঞ্জ, গাজীপুরে চিরনিদ্রায় শায়িত হবেন নায়ক ফারুক।