তিনদিন বন্ধের পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌ-যান চলাচল শুরু

0

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন উপকূল প্রচণ্ড উত্তাল থাকায় শুক্রবার (১১ মে) থেকে নৌরুটে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করার পর শুরু হয় নৌযান চলাচল।

সোমবার (১৫ মে) সকাল সাড়ে দশটার দিকে ৩৪ কিলোমিটারের জলপথে টেকনাফ থেকে মালামাল নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। টেকনাফ থেকে এই নৌপথে স্পিডবোট চলাচলও শুরু হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে ট্রলার-স্পিডবোট চলাচল বন্ধ ছিল। সোমবার সকাল থেকে নৌযান চলাচল শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here