ইসরায়েলি বিমান তাড়িয়ে দিয়েছে হুথির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

0
ইসরায়েলি বিমান তাড়িয়ে দিয়েছে হুথির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

ইসরায়েলি বিমান হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইয়েমেনি সামরিক বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যম এবং পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ইসরায়েলি যুদ্ধবিমানকে লক্ষ্য করে আক্রমণ করেছে। সেই সাথে ইসরায়েলি বিমানকে সানার আকাশ ছেড়ে যেতে বাধ্য করেছে।

বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় ২০টি যুদ্ধবিমান দিয়ে সানার দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে। স্থানীয় সূত্র জানায়, শহরের ওপর ১২টি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আল-মায়াদিন টিভি নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এক সূত্র জানায়, কেবল যুদ্ধবিমান নয় ইসরায়েল এই হামলায় সমুদ্র থেকেও ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছিল। কিন্তু ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মাল্টি-লেয়ারড ডিফেন্স বা বহু-স্তরীয় প্রতিরক্ষা তৈরি করে শত্রুপক্ষের অধিকাংশ হামলা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে।

ইসরায়েলি সূত্রগুলো সামরিক লক্ষ্যবস্তু এবং ইয়েমেনি কমান্ডারের সদর দফতরে আঘাত হানার দাবি করলেও স্থানীয় সূত্রগুলো বলছে, প্রথমে সানার ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ধাহাবানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়। এরপর মোইন এবং সাবিন জেলার আল-রাক্কাস স্ট্রিটে আবাসিক এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আবাসিক বাড়িঘরের গুরুতর ক্ষতি হয়েছে। হাসপাতাল সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত ২ জন বেসামরিক নাগরিকের শহীদ হওয়ার এবং ৪৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: মেহের নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here