বিশ্ব হার্ট দিবসে ইউনিভার্সেল মেডিকেলের ফ্রি ক্যাম্প

0
বিশ্ব হার্ট দিবসে ইউনিভার্সেল মেডিকেলের ফ্রি ক্যাম্প

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের উদ্যোগে আয়োজন করা হয়েছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্প চলবে। ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ পাবেন দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনদের কাছ থেকে। 

তাদের মধ্যে থাকবেন- প্রফেসর ডা. নাসির উদ্দিন আহমেদ (চিফ কার্ডিয়াক সার্জন), অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম (চিফ ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী (সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুজ্জামান (সিনিয়র কার্ডিওভাসকুলার সার্জন), ডা. আশরাফুল হক সিয়াম (মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জন), ডা. সানিয়া হক (ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ডা. এম এ হাসনাত (ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ), ডা. রোমেনা রহমান (কার্ডিওভাসকুলার সার্জন), ডা. আব্দুল জাব্বার জীবন (পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট)।

একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও অনুষ্ঠিত হবে অনুরূপ “ফ্রি হার্ট ক্যাম্প”। সেখানে স্থানীয় রোগীদের চিকিৎসা পরামর্শ দেবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. নাজমুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here