বাগেরহাটের শরণখোলায় বন্ধ ঘর থেকে রুহুল আমিন আকন (৪২) নামের এক বাকপ্রতিবন্ধী এবং মোরেলগঞ্জে এক গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে দুই উপজেলায় থেকে উদ্ধার করা মরদেহ দুটির ময়না তদন্ত বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে সম্পন্ন হয়েছে।
বাকপ্রতিবন্ধী যুবক ও গৃহপরিচারিকা নারীর ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে বলেও জানান জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান।