শুটিং সেটে পৌঁছাতে অপরিচিতের বাইকে চাপলেন অমিতাভ বচ্চন!

0

সময় মতো শুটিং সেটে পৌঁছাতে এক অদ্ভুত কাণ্ডই করে বসলেন বলিউডের ‘বিগ বি।’ চেপে বসলনে অপরিচিত এক জনের বাইকে। এখনও ঘড়ির কাঁটা মেপে ঠিক সময়ে শুটিং সেটে পৌঁছানোর চেষ্টা করেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন।

বাইকে চেপে শুটিংয়ে পৌঁছানোর ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় অমিতাভের সময়ানুবর্তিতার প্রশংসা। 
 
জানা যায়, আগামী ছবির শুটিংয়ে ব্যস্ত অমিতাভ বচ্চন। মুম্বাইতে চলছে শুটিং। ছবির সেটে পৌঁছানোর জন্য তিনি বাসা থেকে বের হয়ে যানজটে আটকে যান। তাই অপরিচিত এক ব্যক্তির বাইকে লিফট চান অমিতাভ। 

‘বিগ বি’ নিজের ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে লিখেছেন ‘এই রাইডের জন্য ধন্যবাদ, বন্ধু। আমি তোমায় চিনি না, কিন্তু তুমি আমাকে সময়মতো সেটে পৌঁছাতে সাহায্য করেছ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here