ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের প্রথম জানাজার নামাজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুরের মোস্তফা প্লাজার সেরাঙ্গুন রোডের আঙ্গুলিয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এতে সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয়, সহ সভাপতি ফয়েজ খান, মীর মোহাম্মদ মাহবুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, সাংগঠনিক ইমান ব্যাপারী, বাহার আলী, শাকীলসহ সিঙ্গাপুর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সিঙ্গাপুরে কর্মরত বিভিন্ন পেশার প্রবাসীরা এবং সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মরদেহ ঢাকায় পৌঁছানোর পর একাধিক আনুষ্ঠিকতা শেষে গাজীপুরের কালীগঞ্জের গ্রামের বাড়ির পারিবারিক করবস্থানে দাফন করা হবে এই অভিনেতাকে।
গণমাধ্যমকে নায়ক ফারুকের মেয়ে ফারিয়া তাবাসসুম পাঠান তুলসী বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে বাবার মরদেহ আগামীকাল সকাল ৮টার মধ্যে ঢাকায় পৌঁছাবে। জানাজার নামাজের বিষয়ে এখনও পারিবারিক কোনো সিন্ধান্ত হয়নি। তবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমালিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বাবাকে।’
এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।