তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে এই রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার ভোর ৫টা) এগিয়ে রয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তবে তার ভোট সংখ্যা ৫০ শতাংশের নীচে নেমেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ৯৫ শতাংশ ব্যালট বাক্সের ভোট গননা হয়ে গেছে। আর সবমিলিয়ে ৮৭ শতাংশের বেশি ভোট গননার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল।
কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারলে আবারও ভোটাভুটি হবে তুরস্কে।
তবে এখনো নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কামাল। তিনি শেষ ভোটটি গননা করা পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে নিজেকে জয়ী ধরে নিয়েই রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন এরদোয়ান। জানা গেছে জয় পেলেই তিনি সেখানে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন।
সূত্র: বিবিসি