রংপুর কারমাইকেল কলেজ থেকে লালমনিরহাট সরকারি কলেজে সদ্য বদলি হয়ে আসা সমালোচিত শিক্ষক আহসান উল ফেরদৌসের বিরুদ্ধে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি বিতর্কিত ওই শিক্ষককে লালমনিরহাট সরকারি কলেজে চায় না শিক্ষার্থীরা। এসময় শান্তি প্রিয় ও সুশিক্ষার পরিবেশ থাকা লালমনিরহাট সরকারি কলেজে বিতর্কিত শিক্ষকের বদলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা।
রবিবার (১৪ মে) কলেজের মূল ফটকের সামনে বেলা ২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে কলেজের কয়েকশত শিক্ষার্থী অংশ নেয়। এসময় ওই শিক্ষককে কলেজে ঢুকতে না দেয়ার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে মন্তব্যের জন্য সদ্য বদলি হয়ে আসা বিতর্কিত শিক্ষক আহসানুল ফেরদৌসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।