নোয়াখালীতে পিকআপভ্যানের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

0

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে সিএনজি চালকসহ আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহত মো. বেলাল হোসেন (৪৭) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আহমেদের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী বাজার থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিএনজি উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে পৌঁছালে পিছন দিক থেকে পিকআপভ্যান ধাক্কা দেয়। পিকআপভ্যানের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি রাস্তার পাশে খাদে পড়ে যায়।  এতে ঘটনাস্থলে ব্যবসায়ী বেলাল মারা যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here