রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে ফের অস্ত্র সাহায্য পাঠাচ্ছে জার্মানি। তাও বিশাল অঙ্কের।
বার্লিনের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ অঙ্কের অস্ত্র-প্যাকেজ। যা প্রায় ৩০০ কোটি ডলার। গত বছর ২২০ কোটি ইউরোর অস্ত্র দিয়েছিল জার্মানি।
জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সামরিক সহায়তা প্যাকেজটিতে রয়েছে ৩০টি লিওপার্ড ১ এ৫ ট্যাঙ্ক, ২০টি মার্ডার সাঁজোয়া কর্মী বাহক, ১০০টিরও বেশি যুদ্ধ যান, ১৮টি স্ব-চালিত হাউইটজার,২০০টি রিকনাইসেন্স ড্রোন, চারটি আইআরআইএস-টি এসএলএম- বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা সরঞ্জাম।
সূত্র : এনবিসি।