কুড়িগ্রামে বিশ্ব মা দিবস উপলক্ষে নিজ সন্তানের সাফল্য ও স্বপ্নজয় করা মায়েদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে রবিবার দুপুরের দিকে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম সম্মাননা প্রদান করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য ফাল্গুনী তরফদার প্রমুখ।