নাটোরে পরীক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে মেম্বারের বিরুদ্ধে মামলা

0

নাটোরের নলডাঙ্গায় এক মাধ্যমিক পরীক্ষার্থীকে ইভটিজিং এর অভিযোগে ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টুর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার রাতে নির্যাতিত পরীক্ষার্থীর চাচা বাদী হয়ে নলডাঙ্গা থানায় যৌন নিপীড়নের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। 

অভিযুক্ত আমজাদ হোসেন মন্টু (৪০) উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। তিনি খাজুরা ইউনিয়ন পরিষদের সদস্য এবং খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। মামলা ও নির্যাতিতা পরীক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে উপজেলা সদরে আসার জন্য ভুক্তভোগী পরীক্ষার্থী সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয় বীর কুৎসা বাজারে অটোরিক্সার জন্য দাঁড়িয়ে ছিল। অভিযুক্ত ইউপি সদস্য মন্টু এসময় জরুরী কাজের কথা বলে কৌশলে তাকে পাশের নিজের ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করে। পরে মেয়েটি মাধ্যমিক পরীক্ষা শেষে বাড়ি ফিরে ঘটনাটি পরিবারে সদস্যদেরকে জানায়। পরিবারের সদস্যদের পক্ষ থেকে নির্যাতিত পরীক্ষার্থীর চাচা বাদী হয়ে শনিবার রাতে আমজাদ হোসেন মন্টুকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আত্মগোপনে থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here