ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলার ভয়ে বসতি ছেড়ে পালিয়েছে ইসরায়েলিরা

0

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলার ভয়ে গাজা উপত্যকার আশপাশে বসবাসকারী ১২ হাজার ইসরায়েলি অবৈধ ইহুদি বসতি ছেড়ে পালিয়েছে। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা রকেট হামলা শুরু করলে এসব ইসরায়েলি গাজার আশপাশ ছেড়ে পালিয়ে যায়।

এদিকে, ইসরায়েলের ভেতরে মঙ্গলবার পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। ইসরায়েলি বাহিনী আশঙ্কা  করছে, ফিলিস্তিনি যোদ্ধারা রকেট হামলা অব্যাহত রাখতে পারে। এরইমধ্যে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here