বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0
বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পিছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে সড়কে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ইপিজেড গেট সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

আহত হৃদয় নামে একজনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, জেলার গলাচিপার বড়গাবুয়া গ্রামের মো, জালাল মৃধার ছেলে মোটরসাইকেল চালক মোঃ শামীম (৩৫) ও গলাচিপার গোলখালী গ্রামের আ. মালেক মোল্লার ছেলে মোটরসাইকেল আরোহী আনোয়ার মোল্লা (৪৫)। নিহত ও আহত তিনজন মোটরসাইকেল যোগে গলাচিপা থেকে পটুয়াখালী আসছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলে তিনজন মহাসড়ক দিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুরে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ আরোহীরা সড়কে ছিটকে পড়ে।
তাদের উদ্ধারে স্থানীয়রা ছুটে আসে এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনোয়ার মোল্লা মারা যায়। আশংকাজনক অবস্থায় চালক মো. শামীন ও হৃদয়কে উদ্ধার করে পটুয়াখালী এবং তাৎক্ষনিক বরিশালের উদ্দেশ্যে নেওয়ার পথে পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় আরোহী আনোয়ার মোল্লা মারা যায়। আশংকাজনক অবস্থায় হৃদয়কে বরিশাল পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here