আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা সমাপ্ত

0
আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী ‘সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’ আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের সুইমিং কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। তিনি প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পাঁচদিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী ১৯টি স্বর্ণপদক অর্জন করে শীর্ষস্থান অধিকার করেছে। এছাড়াও তারা ৪টি রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ১৯টি রৌপ্য এবং ১২টি ব্রোঞ্জ পদক অর্জন করে দ্বিতীয় স্থান অর্জন করে, আর বাংলাদেশ বিমান বাহিনী ৪টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।

বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম, এলমিউজ এবং কাজল মিয়া, পিও (পিটি-১) যৌথভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তারা চারটি ইভেন্টে অংশ নিয়ে প্রতিটি ইভেন্টে স্বর্ণপদক লাভ করেন।

সমাপনী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সামরিক সদস্য উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here