‌‘মোদি’ সিনেমার পরিচালক জনি ডেপ!

0

২৫ বছর পর আবারও পরিচালক হয়ে ফিরছেন হলিউড অভিনেতা জনি ডেপ। ইতালির শিল্পী আমেদিও মোদিগিলানির জীবননির্ভর সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘মোদি’। মোদিগিলানি থেকে সংক্ষেপে ‘মোদি’। এই নামেই বন্ধুমহলে পরিচিত ছিলেন শিল্পী। 

পরিচালক হিসাবে আড়াই দশক পর জনি প্রত্যাবর্তন করছেন।

জানা যাচ্ছে, মোদির চরিত্রে অভিনয় করবেন ইতালিয়ান অভিনেতা রিকার্দো স্ক্যামারসিয়ো।‘জন উইক: চ্যাপ্টার ২’, ‘দ্য বেস্ট অফ ইউথ’ এবং ‘লোরো’ ছবিতে তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল।

জনি কেবল ছবির পরিচালকই নন, আল পাচিনো এবং ব্যারি নাভিডির সঙ্গে সহ-প্রযোজক হিসাবেও রয়েছেন। বুদাপেস্টে শুটিং ফ্লোরে দেখা যাবে জনিকে, আর কয়েক মাসের মধ্যেই।

১৯৯৭ সালে জনি শেষ পরিচালনা করেছিলেন ‘দ্য ব্রেভ’ ছবিটি। অভিনয়ও করেছিলেন নিজে, সহ-অভিনেতা ছিলেন মার্লন ব্র্যান্ডো। অন্য দিকে, অভিনয়েও ফিরছেন জনি। কিং লুই ১৫-র চরিত্রে ‘জঁ দু ব্যারি’ ছবিতে দেখা যাবে তাঁকে। জনির রাজকীয় লুক ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here