যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় আয়োজনে উইন্ডসর প্রাসাদে স্বাগত জানিয়েছেন ব্রিটেনের রানি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার যুক্তরাজ্য সফরে এসেছেন ট্রাম্প। সফরের শুরুতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
এদিন উইন্ডসর প্রাসাদে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানা রানি ক্যামিলা ও প্রিন্স চার্লস। উইন্ডসর ক্যাসেলের ভেতরে তাদের দেয়া হয় গার্ড অব অনার। সামরিক বাহিনীর সদস্যরা অভিবাদন জানান প্রেসিডেন্টকে।
রাজকীয় অনুষ্ঠানের অংশ হিসেবে ট্রাম্প ও রানির জন্য খোলা ঘোড়ার গাড়ি প্রস্তুত রাখা হয়েছিল। সেই গাড়িতে একসঙ্গে বসে উইন্ডসর ক্যাসেলের সবুজ লনে ভ্রমণ করেন তারা।
এর আগে ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার উইন্ডসর ক্যাসেলের মাঠে অবতরণ করে। এ সময় রাজকীয় ব্যান্ড দল যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজিয়ে প্রেসিডেন্টকে সম্মান জানায়।
এই রাজকীয় আয়োজনকে বিশ্লেষকরা ব্রিটেনের সফট পাওয়ার-এর প্রদর্শনী হিসেবে দেখছেন। সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা।
এদিকে, এই সফরের সময় উইন্ডসর ক্যাসেলের দেয়ালে ট্রাম্প ও প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ছবি প্রজেক্ট করার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: বিবিসি