হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

0
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। জেলাটিতে পৃথক সড়ক দুর্ঘটনা মোট চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের শামীমা আক্তার, তার ৫ বছরের ছেলে তৌকির আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটির জয়ংকর রায় ও খুলনা জেলার বাগের হাটের ফুরকান আলী। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে অসুস্থ আত্মীয়কে দেখতে বানিয়াচং উপজেলার সাগরদীঘির পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলী তার স্ত্রী শামীমা আক্তার ও শিশু ছেলে তৌকিরকে নিয়ে নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে দিনারপুর কলেজ সংলগ্ন এলাকায় মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাস তার স্ত্রী ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

এদিকে, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানান, সকাল ৬ টায় বাহুবলের হাফিজপুরে সিলেটগামী শ্যামলী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফুরকান আলীর নামে একজনের মৃত্যু হয়। তিনি খুলনা জেলার বাগেরহাটের বাসিন্দা। এছাড়া সকাল ৯ টায় শায়েস্তাগঞ্জের ফার্দিন মার্দিন রেস্টুরেন্টের পাশে ট্রাক চাপায় মারা যান জয়ংকর রায়। জয়ংকর হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি এলাকার বাসিন্দা। তিনি শায়েস্তাগঞ্জে অলিপুরে প্রাণ আর এফ এল কোম্পানির শ্রমিকের কাজ করতেন। ডিউটি শেষে তিনি বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here