সেঞ্চুরি খড়া কাটলো সৌম্য সরকারের

0

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগের শেষ ম্যাচে বিকেএসপিতে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলে সেঞ্চুরি খড়া কাটিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটার সৌম্য সরকার। চার বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি পেলেন তিনি। ম্যাচটি গুরুত্বহীন হলেও সৌম্যর সেঞ্চুরি এটিকে গুরুত্বপূর্ণ করে তুলে।

সর্বশেষ ২০১৯ সালে আবাহনী লিমিটেডের হয়ে সেঞ্চুরি করেছিলেন সৌম্য। ২০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেঞ্চুরির ইনিংসকে প্রথম ডাবল সেঞ্চুরিতে পরিণত করে পুরনো রুপে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য। কিন্তু সবাইকে হতাশ করে পরের ৫৫টি লিস্ট ‘এ’ ম্যাচে সেঞ্চুরিহীন থাকেন সৌম্য। লিস্ট ‘এ’ ছাড়াও ২০২১ সালের ডিসেম্বরে বিসিএলে সেঞ্চুরি করেছিলেন সৌম্য।

৭টি চার এবং ৪টি ছক্কায় ১১২ বলে ১০২ রান করেন সৌম্য। এছাড়া রুবেল মিয়া ৮৭ ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ৪২ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৬১ রান করেন।  রূপগঞ্জের করা ২৯৮ রান এক বল বাকি থাকতে টপকে গেছে তারা।

বিডি-নিউজ/আব্দুল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here