ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রবিবার ফেনীর উপকূলীয় সোনাগাজীতে ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ২ হাজার সিপিপির স্বেচ্ছাসেবক মাঠে রয়েছে। ১৪টি মেডিকেল টিম কাজ করছে। ঝুঁকিপূর্ণ চারটি ইউনিয়নে পুলিশের চারটি মোবাইল টিম মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে।
এদিকে সোনাগাজীতে ৪৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত থাকলেও সেখানে যেতে আগ্রহ নেই উপকূলবাসীর। তারা বলছেন, ঘূর্ণিঝড়ের অবস্থা দেখে তবে আশ্রয় কেন্দ্রে যাবেন।
এদিকে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সোনাগাজীর উপকূলীয় এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি চরচান্দিয়া জেলে পাড়ার জেলে পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।