‘বাতাসের গতিবেগ বেড়েই চলছে, আমরা খুব ভয়ে আছি’

0

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাতাসের তীব্রতা ও বৃষ্টিপাত বেড়েছ সেন্টমার্টিন দ্বীপে। জোয়ার হওয়ায় বেড়েছে ঢেউ। এতে শঙ্কা বাড়ছে দ্বীপের বাসিন্দাদের।

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা রবিবার সকালে উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর গতিবেগ এখন ঘণ্টায় ২১৫ কিলোমিটার। গতিবেগ অনুযায়ী এর বেশিরভাগ অংশ এবং ঝড়ের কেন্দ্র যাবে উত্তর মিয়ানমারের দিকে। আর বাকিটা পড়বে কক্সবাজার উপকূলে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘সকাল থেকে সেন্টমার্টিনে থেমে থেমে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। দ্বীপের বাসিন্দাদের হাসপাতালসহ হোটেল-মোটেল ও আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। আমরা দ্বীপে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সব মিলিয়ে সেন্টমার্টিন-টেকনাফে ৩০ হাজার লোক আশ্রয় নিয়েছে।’

আবহাওয়া অধিদফতর বলছে, মোখার গতি এখন ঘণ্টায় ২১৫ কিলোমিটার। যা প্রায় সুপার সাইক্লোনের কাছাকাছি। তবে উপকূলে উঠে আসার পর এর গতি কিছুটা কমে ১৮০ থেকে ১৯০ কিলোমিটার হতে পারে। ফলে এটিকে সুপার সাইক্লোন বলা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here