কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে

0
কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড। এ ঘটনায় ৮ শ্রমিককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। এছাড়া কারখানার মালিক-শ্রমিকসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ৮ শ্রমিককে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন—নেত্রকোনার বাসিন্দা আবুল কালাম (৩৫), দুলাল মিয়া (৩২), আবু কালাম (৩৯), মো. সুহাগ মিয়া (৩০), মো. সুজন মিয়া (৪১), মো. চান মিয়া (৩৮), আবদুল লতিফ (৪০) ও সুনামগঞ্জ জেলার মাইদুল ইসলাম (৩৫)।

বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের গৌরীপুর অফিসের ইনচার্জ আম্লান কুমার দত্ত জানান, রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে গৌরীপুর অফিসের একটি প্রতিনিধি দল উপজেলার আমিরাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ সময় ‘বিজিডিসিএল-৪’ এর বিতরণ লাইন থেকে অবৈধভাবে একটি চুন কারখানায় গ্যাস সংযোগ স্থাপন করে চুন উৎপাদন কাজ অব্যাহত রাখতে দেখা গেছে। অবৈধ চুন কারখানায় অভিযান পরিচালনাকালে ১৩টি ফোকাস বার্নার পাওয়া যায়। যার মাধ্যমে প্রতিদিন অর্ধ লাখ টাকার গ্যাস সরকারের ক্ষতি হতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here