খুলনায় ক্লিনিক থেকে নবজাতক চুরি

0
খুলনায় ক্লিনিক থেকে নবজাতক চুরি

খুলনায় বেসরকারি ড্যাপস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে চার দিনের নবজাতক (ছেলে শিশু) চুরির ঘটনা ঘটেছে। 

সোমবার দুপুরে রূপসা ট্রাফিক মোড়ে ড্যাপস ক্লিনিকের তৃতীয় তলা থেকে শিশুটি চুরি হয়। ঘটনার প্রায় ছয় ঘণ্টা পরও শিশুটিকে উদ্ধার করা যায়নি। শিশুটির পরিবার শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে।

জানা যায়, বাগেরহাটের মোংলা সিগন্যাল রোডের বাসিন্দা সুজন মিয়া ও ফারজানা আক্তার দম্পতির চার দিন আগে এই ক্লিনিকে ছেলে সন্তান জন্ম নেয়। তারা শিশুটিকে নিয়ে তৃতীয় তলার নির্দিষ্ট কেবিনে ছিলেন। কিন্তু সোমবার দুপুর থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছে না। হাসপাতালের সিসি টিভির ফুটেজে দেখা যায়, দ্বিতীয় তলায় থাকা এক নারী তৃতীয় তলা থেকে একটি শিশুকে কাপড়ে ঢেকে নিয়ে যাচ্ছেন। ওই নারী কাকে নিয়ে যাচ্ছে সেটি স্পষ্ট নয়। তবে সন্দেহের তীর ওই নারীর দিকে। 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুদ জানান, এ খবর পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here