আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচে খেলতে পারবেন না সাকিব আল হাসান। তার হাতের আঙুলের ইনজুরির কারণে খেলতে পারছেন না। দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরার সময় হাতে চোট পেয়েছিলেন। পরে এক্স-রে করে দেখা যায় আঙুলে চিড় ধরেছে।
গতকাল রাত সাড়ে ১২টায় সাকিবের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও বায়েজীদুল ইসলাম জানান, ‘দ্বিতীয় ওয়ানডেতে একটি ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় সাকিব তার ডান তর্জনীর উপরের দিকে চোট পান। শনিবার (১৩ মে) এক্স-রেতে তার তর্জনীর গোড়ায় চিড় ধরা পড়েছে। এই ধরনের চোট সারতে সাধারণত প্রায় ৬ সপ্তাহ সময় লাগে। দুর্ভাগ্যবশত আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তাকে পাওয়া যাবে না।’
সাকিবের চোট সারতে ছয় সপ্তাহ সময় লাগলে, শঙ্কা থাকবে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলা নিয়েও। সূচি চূড়ান্ত না হলেও জুনের মাঝামাঝিতে হওয়ার কথা রয়েছে একমাত্র টেস্ট ম্যাচটি।