পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষার অবশ্যম্ভাবী বিকল্প: উত্তর কোরিয়া

0
পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষার অবশ্যম্ভাবী বিকল্প: উত্তর কোরিয়া

পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান ‘অপরিবর্তনীয়’ বলে জানিয়েছেন দেশটির জাতিসংঘে নিযুক্ত স্থায়ী মিশন।

সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরমাণু নিরস্ত্রীকরণের দাবিকে তারা গ্রাহ্য করে না।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিয়েনায় জাতিসংঘ দফতর ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জানানো হয়েছে- উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান রাষ্ট্রের সর্বোচ্চ আইন অনুযায়ী স্থায়ীভাবে নির্ধারিত এবং এখন এটি অপরিবর্তনীয়। 

পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের চাপকে ‘উসকানিমূলক’ এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে সমালোচনা করেছে।  তারা বলেছে, পারমাণবিক অস্ত্রই দেশকে মার্কিন পারমাণবিক হুমকি থেকে রক্ষার ‘অবশ্যম্ভাবী বিকল্প’। সূত্র: এনকে নিউজ, গ্রাউন্ড নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here