বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

0
বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন নারী মারা গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের নাম জয়নব বিবি (৪৫)। এ নিয়ে সরকারি হিসাবে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯ জন হলেও, বেসরকারি হিসেবে এ সংখ্যা প্রায় ৪৭।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৪টা ১০ মিনিটে জয়নব বিবিকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে তাৎক্ষণিকভাবে তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তবে মাত্র ২০ মিনিট পর, ভোর ৪টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবে ৬ হাজার ৬৮১ জন। তবে বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।

বেসরকারি পরিসংখ্যানে দেখা গেছে, অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য বরিশাল বা ঢাকায় নেওয়ার পথে কিংবা সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এসব মৃত্যুর পরিসংখ্যান বরগুনা স্বাস্থ্য বিভাগে অন্তর্ভুক্ত করা হয় না।

বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ বলেন, ‘বর্তমানে ডেঙ্গুর মৌসুম চলছে। আমাদের সক্ষমতা আগের তুলনায় বেড়েছে। আমরা সঠিক চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। তবে যারা মারা যাচ্ছেন, তাদের অনেকের শরীরে ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য রোগের উপসর্গও রয়েছে।’

স্থানীয়রা বলছেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারি কার্যক্রম আরও জোরদার করা দরকার। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির দিকেও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here