বিগত কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর বাখমুতের দখল নিয়ে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইউক্রেন ও রাশিয়ার বাহিনী। সম্প্রতি ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করেছে। এই ঘটনায় শহরটি থেকে রুশ সেনারা পিছু হটেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ শুক্রবার এই তথ্য স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, রুশ সেনারা পিছু হটার অর্থ- গত ছয় মাসের মধ্যে বাখমুতে ইউক্রেন সবচেয়ে বড় অগ্রগতি পেয়েছে।
বাখমুতে রাশিয়ার পক্ষে লড়ছেন ভাড়াটে বাহিনী ওয়াগনার। ওয়াগনার প্রধান প্রিগোজিন রুশ সেনাদের নতুন করে সাজিয়ে নিতে পিছিয়ে আনা হয়েছে মানতে নারাজ। তিনি বলেন, কোনাশেঙ্কভ যেমনটা বলছেন, দুর্ভাগ্যবশত তেমনটা ঘটেনি। রুশ সেনাদের নতুন করে সাজানোর জন্য পিছিয়ে আনা হয়নি। তারা ছত্রভঙ্গ হয়ে গেছেন।